Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মহালছড়ি ইউনিয়ন পরিষদ

ক) নাম – ১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩৬ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –১৯১৫৯ জন (প্রায়) (২০২২সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৫৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৪টি।

চ) হাট/বাজার সংখ্যা -১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/মটর সাইকেল।

জ) শিক্ষার হার – ৪০%। (২০২২ এর শিক্ষা জরিপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৭টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    কলেজ-০১টি

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব রতন কুমার শীল ।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ধুমনীঘাট ও জোরশীল।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১৩/০১/২০২২ইং

                                    ২) প্রথম সভার তারিখ –  ২৫/০১/২০২২ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

১নং ওয়ার্ড :  চট্টগ্রাম পাড়া, সিলেটি পাড়া, দুলাল চৌধুরী টিলা, হাসপাতাল এলাকা, নতুন পাড়া, টিএন্ডটি পাড়া, নার্সারী পাড়া, আটার পরিবার পাড়া, বাজার এলাকা।

২নং ওয়ার্ড: টিলাপাড়া, রামেচু কার্বারী পাড়া, বিহার টিলা।

৩নং ওয়ার্ড : টিএন্ড টি পাড়া, টাউন হলা একালা, মানিক ডাক্তার পাড়া, মোহাম্মদ পুর, স্বপন ডাক্তার পাড়া, দুলাল মেম্বার পাড়া, মাস্টার পাড়া,এপিবিএন এলাকা, কুমিল্লা টিলা।

৪নং ওয়ার্ড:  চৌংড়াছড়ি মুখ, মহাজন পাড়া, ভুয়াত্যা পাড়া, নতুন পাড়া ।

৫নং ওয়ার্ড: চৌংড়াছড়ি গুচ্ছ গ্রাম, শান্তি নগর, মোহেন শাহী পাড়া।

৬নং ওয়ার্ড: চৌংড়াছড়ি হেডম্যান পাড়া, চৌংড়াছড়ি রোয়াজা পাড়া।

৭নং ওয়ার্ড: পাহাড়তলী, স মিল পাড়া, দুরপুজ্যে নাল, ভুয়াটেক, কেরেঙেনাল হেডম্যান পাড়া, বসন্ত পাড়া।

৮নং ওয়ার্ড: গাদছড়া, মনোরঞ্জন পাড়া, বিমল পাড়া, হেমরঞ্জন পাড়া, কালাচান পাড়া।

৯নং ওয়ার্ড: থলি পাড়া, ২৪ মাইল, কেঙ্গলছড়ি, দুরছড়ি,দুমনি ঘাট, হাজাছড়া ।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১ জন

               ৪) গ্রাম পুলিশ – ৯ জন।

               ৪) উদ্যোক্তা-  ২ জন।